সুপ্ত শিখা প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে সুপ্ত শিখা প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১৭ জুলাই বৃহস্পতিবার, বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে এবং গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন ইউএস এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোরশেদুল উপজেলা নির্বাহী অফিসার বেড়া, পাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুস সালাম, প্রধান শিক্ষক সুপ্ত শিক্ষা প্রতিবন্ধী স্কুল, মাসুমদিয়া, বেড়া, পাবনা।
প্রধান অতিথি বক্তব্য মোরশেদুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের বোঝা মনে না করে তাদের ভালবাসা দিয়ে স্বাভাবিক শিশুদের মতো গড়ে তোলার চেষ্টা করতে হবে। অটিস্টিক শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা উচিত যাতে তারা আনন্দের সহিত শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সুপ্ত শিখা প্রতিবন্ধী স্কুলের মাধ্যমে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনের আলোয় আলোকিত করার জন্য আপনারা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অটিস্টিক শিশুদের এই স্কুলের জন্য প্রশাসনিকভাবে যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করবো। অটিস্টিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মূলক কার্যক্রমের জন্য বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রেড প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। অতীতের ন্যায় ব্রেড এরকম জনকল্যাণমূলক কাজে আরো অবদান রাখবে সে প্রত্যাশা রাখি।
অনুষ্ঠানে ব্রেড’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশিকুর রহমান প্রোগ্রাম কোর্ডিনেটর, ব্রেড, জনাব এ এইচ এ গিফারী, বায়েজিদ বোস্তামী, আবুল কালাম আজাদ। স্কুলে অধ্যায়নরত প্রতিবন্ধী বাচ্চাদের অভিভাবকরা শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্ধ উপস্থিত ছিলেন।