সুনামগঞ্জের মধ্যনগরে গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
জয়নাল আবেদীন জহিরুল- সুনামগঞ্জ, প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের মৃত শহর আলীর পুত্র নুরুল হক (৫৫)। তার কাছ থেকে ৫২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে জলুষা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই নাজমুল ইসলাম এবং এএসআই শাহ আশরাফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ।
অভিযান শেষে এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৬, তারিখ-১৮/০৭/২০২৫) দায়ের করেন। মামলার তদন্তভার এসআই মো. হামিদুর রহমানকে অর্পণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, মাদকবিরোধী এই অভিযান আমাদের চলমান কার্যক্রমের অংশ। মাদকের বিরুদ্ধে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।