রংপুরে এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতি ও আহত বহু।
মোঃ সাজেল রানা
ভ্রাম্যমাণ প্রতিনিধি
রংপুরের সিও বাজার সংলগ্ন একটি এলপিজি গ্যাস স্টেশনে আজ দুপুর ১২:৩০ মিনিটের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তাণ্ডবে আশপাশের একাধিক ভবনের জানালার কাঁচ ভেঙে যায় এবং গ্যাস স্টেশনে থাকা কয়েকটি অ্যাম্বুলেন্স পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়।
বিস্ফোরণের সময় পাশ দিয়ে চলা একটি যাত্রীবাহী বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে অনেকেই বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়ভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন।