ঢাকাSaturday , 19 July 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের তাড়াশে জানাযা নামাযে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠানে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। তাৎক্ষণিক এই ঘটনায় উপস্থিত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক ভুক্তভোগীকে বলতে শোনা যায়, “চোরে না শোনে ধর্মের কাহিনী।” চোর চক্রের সদস্যরা, যাদের মধ্যে মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালাম প্রমুখ ছিলেন, অর্ধশতাধিক মুসল্লির পকেট থেকে স্মার্ট মোবাইল ফোন চুরি করে। ফোন হারানো আজাদ নামের এক ব্যক্তি বলেন, “আমি যখন কফিনে পুষ্পস্তবক অর্পণ করি তখনই অনুভব করি আমার পাঞ্জাবির পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিলেন। কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি শুধু আমারটাই নয়, জানাজায় আসা ৫০ থেকে ৬০ জন মুসল্লির স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে।” এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, “যে ব্যক্তিগণ ফোন হারিয়েছেন তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

refazbiswas
July 19, 2025 12:20 pm
Link Copied!

জানাযা নামাযে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি

মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাজা অনুষ্ঠানে অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। তাৎক্ষণিক এই ঘটনায় উপস্থিত মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক ভুক্তভোগীকে বলতে শোনা যায়, “চোরে না শোনে ধর্মের কাহিনী।”

চোর চক্রের সদস্যরা, যাদের মধ্যে মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালাম প্রমুখ ছিলেন, অর্ধশতাধিক মুসল্লির পকেট থেকে স্মার্ট মোবাইল ফোন চুরি করে। ফোন হারানো আজাদ নামের এক ব্যক্তি বলেন, “আমি যখন কফিনে পুষ্পস্তবক অর্পণ করি তখনই অনুভব করি আমার পাঞ্জাবির পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিলেন। কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি শুধু আমারটাই নয়, জানাজায় আসা ৫০ থেকে ৬০ জন মুসল্লির স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে।”

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, “যে ব্যক্তিগণ ফোন হারিয়েছেন তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
দেশজুড়ে সর্বশেষ