ঢাকাSunday , 20 July 2025
  1. # লিড নিউজ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে শিশু শিক্ষার্থী নিহত।

মোহাঃ রকিব উদ্দীন
প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বজ্রপাতে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শ্রী রাজুু সিংহের ছেলে শ্রী রহিত সিংহ (৬)। নিহত রহিত সিংহ উপজেলার ৬৭ নং চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রী রহিত সিংহ প্রসাব করতে যাবে বলে শ্রেনি শিক্ষকের অনুমতি নিয়ে শ্রেনি কক্ষের বাইরে যায় এবং বিদ্যালয়ের সামনে আম গাছের নিচে বজ্রপাতে আহত হয়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার সেলিম রেজা তাকে মৃত ঘোষণা করেন। মনাকষা ইউপি সচিব আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করেন।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, মনাকশায় এক শিশু শিক্ষার্থী বজ্রপাতে নিহতের কথা শুনেছি। আবেদন পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।