লালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মুসা সরকারক(৪০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে দূর্বৃত্তরা। মুসার পরিবার ও এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, গত রবিবার (২৩ এপ্রিল ) রাত সারে ১০ টার দিকে মটর সাইকেলে গোপালপুর যাবার সময় কালুপাড়া নামক স্হানে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা তার গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।এলাকাবাসী মুসাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্হা আশংকাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।