রনি হত্যা মামলার আরও দুই আসামী গ্রেফতার
।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে রনি হত্যা মামলার আরও ২ আসামী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশ সূত্রে জানা যাই তারা রনি হত্যার সাথে জড়িত।
গ্রেফতার কৃত আসামিদের পরিচয় নিশ্চিত করেছেন
১। মোঃ রাব্বি (২০) পিতা সাগর (কাঠমিস্ত্রি) সাং রাধানগর (নারায়নপুর )
২। মোঃ রিফাত (২১) পিতা মোঃ জসিম সাং হাড়িয়া বাড়িয়া পাবনা সদর জেলা পাবনা।