চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া আটক
মোহাঃ রকিব উদ্দীন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকালে শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা-চন্ডিপুরের মৃত খোশ মোহাম্মদের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বাজার থেকে গোলাম কিবরিয়াকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আটক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। উনি অনেকগুলো ঘটনার সঙ্গে জড়িত। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।