চোরাই মটরসাইকেলসহ ১ জন গ্রেফতার
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে আজ সন্ধায় ০৭:০০ ঘটিকায় সময় আসামী আলম হোসেন(৩০), পিতা-শহীদুল্লাহ সাং-দ্বীপচর লাউদারা থানা- পাবনা জেলা- পাবনাকে সদর ধানাধীন বয়রা কাশীনাথপুর হতে একটি চোরাই হোন্ডাসহ আটক করে।তার বিরুদ্ধে অপর একটি চুরির মামলা বিচারাধীন আছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হইতেছে।