পাবনা জেলার শ্রেষ্ঠ এসআই নাছির উদ্দিন
পাবনা পুলিশ সুপার আজ মাসিক কল্যান সভায় এস আই নাছির উদ্দিন মামলা তদন্তকারী,মাদক উদ্ধার, সার্বিক দিক বিবেচনা করে তাকে পাবনা জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে মনোনীত করেছেন।নাছির বলেন আমি স্যারের কাছে কৃতঙ্গ। আমি চেষ্টা করবো আরও ভাল কাজ করার।