গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির বিরুদ্ধে নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীতে গুপ্ত সংগঠন ও সন্ত্রাসীদের মদদে দেশে পরিকল্পিতভাবে সংঘটিত ‘মব’ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বেলা ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বক্তৃতা দেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, আজকের এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ক্ষেত্র নয়। গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করার যে চক্রান্ত চলছে, ছাত্রদল তার দৃঢ় প্রতিবাদ জানায়। আমরা চাই শান্তিপূর্ণ, নিরাপদ এবং জ্ঞানচর্চার উপযোগী পরিবেশ। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা নয়, হোক মূল্যবোধ ও মেধার চর্চা।
বক্তারা আরও বলেন, দেশে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে গুপ্ত সংগঠনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় ‘মব’ নামক গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, যা গণতন্ত্র, মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এর বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।
সমাবেশে বক্তারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।