পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান
পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ। সেই সাথে তিনি বিশেষ পুরস্কারও পেয়েছেন।
রবিবার (১৩ মে) পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম ওসি আসাদুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন।
পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। গত মে মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ মাদক সত্রাস, ও আইন শৃংখলা বিষয়ে এই সভায় আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের ভিত্তিতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া এবং সম্পত্তির লোভে হত্যাকান্ড ঈশ্বরদীতে কাপড় ব্যবসায়ী হত্যা রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।