নান্দনিক “রেলওয়ে ফুট ওভার ব্রীজ” নির্মাণের দাবীতে ঈশ্বরদীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
অনলাইন রিপোর্টঃ নান্দনিক ও বয়স্ক অসুস্থ এবং রোগী উঠানামার সম্বলিত “রেলওয়ে ফুট ওভার ব্রীজ” ও পুরাতন ব্রীজটি সংস্কারের মাধ্যমে ষ্টেশনে যাতায়াতের ব্যবস্থাকরণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাব ও ঈশ্বরদী সচেতন নাগরিক কমিটি’র যৌথ উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান আজ বুধবার(১৬ জুন) সকাল ১০টার সময় ঈশ্বরদী রেলওয়ে ষ্টেশন চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঈশ্বরদী সচেতন নাগরিক কমিটি’র আহবায়ক সিনিয়র সাংবাদিক শহিদুল হাসান ববি সরদারের সভাপতিত্বে কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রবীণ আওয়ামীলী নেতা টুটুল বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর মোছাঃ ফরিদা ইয়াসমীন, পাকশী কলেজের সহকারী অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভান, কলাম লেখক সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস, দৈনিক আলাপের সম্পাদক আশিকুর রহমান লুলু, ঈশ্বরদী ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের ঈশ্বরদী প্রতিনিধি শেখ ওয়াহেদ আলী সিন্টু, সংগঠক আতাউর রহমান বাবলু, সাংবাদিক ময়নুল ইসলাম লাহেড়ী মিন্টু, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেব দুলাল রায়, তারুণ্য নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমেদ, আক্তার হোসেন নিফা প্রমুখ।
ঈশ্বরদী রেলওয়ে জংশন ষ্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন দলের নেতাকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য মহিলারা একাত্মতা ঘোষণা করেন।
ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌসের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও জিএস ফিরোজুল ইসলাম জুয়েল, কলাম লেখক নূরুল ইসলাম বাবলু, বাংলাদেশ রেলওয়ে পৌষ্য সোসাইটের পাকশী ডিবিশনের সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী কপন ফকির, দৈনিক নয়াদিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি ও গ্রীণ নিউজ সম্পাদক শহিদুল্লাহ খান, জাগোরণ নিউজের সম্পাদক ওহিদুল ইসলাম সোহেল, আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি বায়েজিদ বোস্তামী, সাংবাদিক আর কে বাবু, খায়রুল বাশার মিঠু, সাব্বির আহমেদ মিঠু, আসলাম হোসেন, যমুনা ট্রিবিউনের সম্পাদক তুহিন হোসেন, দৈনিক জাগরণের ঈশ্বরদী প্রতিনিধি সোহানুর রহমান শুভ, দৈনিক আলোর দেশের নির্বাহী সম্পাদক সুলতান মাহমুদ বাবু, মেগানিউজের স্টাফ রিপোর্টার মেরিদুল ইসলাম, মুশফিকুর রহমান মিশন, ইয়াছিন শেখ, শেখ রিংকু, জনি, দৈনিক আলোকিত প্রতিদিনের ঈশ্বরদী প্রতিনিধি হুসাইন মোহাম্মাদ রাফি হোসাইন, আক্তার হোসেনসহ অনেকে ।
বিক্ষোভ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন ঈশ্বরদী সচেতন নাগরিক কমিটি’র সদস্য সচিব ও ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও জিএস আসাদুর রহমান বীরু ও ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন।