পাবনা’র ঈশ্বরদীতে ছয় বছরের সাজাপ্রাপ্ত ৬
আসামি আটক
বিশেষ প্রতিনিধি:
মোঃ মুশফিকুর রহমান
ঈশ্বরদী বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঈশ্বরদী শহর আমবাগান, ঈশ্বরদী সাহাপুর, পাকশী ও সাঁড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর এলাকার মৃত আঃ সাত্তার মন্ডলের ছেলে সেলিম মন্ডল, সাঁড়া ইউনিয়নের শেখেরদাইড় এলাকার বশিদাল প্রামানিকের ছেলে সামাদ প্রাং, গোপালপুর শেখেরচক এলাকার মো: সাহাজ উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম পাঁচু,শহরের পিয়ার পুর এলাকার মৃত রতন দাশের ছেলে শ্রী রকি দাশ ও আমবাগান ফেরদৌস কলোনির মৃত নুর ইসালামের ছেলে ছোটন বাদশা ও সাহাপুরের আব্দুল গনি ফকিরের ছেলে রনি ফকির। ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আসাদুজামান
এ কথা জানান।