ঈশ্বরদীতে খামারীর বাড়ীর পাশে ট্রাক ভিড়িয়ে ৫ লক্ষ টাকা মূল্যের গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মধ্যরাতে পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের চালাক পাড়ায় সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ব্যপারে ক্ষতিগ্রস্ত খামারী ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গতরাতেও গরুর ঘরে তালা দিয়ে রেখেছিলাম। রাত ১ টা পর্যন্ত আমরা জেগেই ছিলাাম। পরে মাঝ রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরদল আমার গোয়ালের তালা কেটে প্রবেশ করে ২ টি গাভী, ২ টি বকনা বাছুর ও ১টি ষাঁড় বাছুরসহ ৫টি গরু চুরি করে পালিয়ে যায়। যার আনুমাকিন মূল্য ৫ লক্ষ টাকা। আমরা
খুব সকালে টের পেয়ে চারিদিকে খোঁজাখুজি করি এবং গ্রামের মানিক হাজীর বাড়ীর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় রাত ২. ৩৬ মিনি ট্রাকে করে গরু নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। এ ব্যপারে থানায় অভিযোগ জানালে পুলিশের সহায়তায় লালান শাহ সেতু টোল প্লাজার ভিডিও ফুটেজে মিনি ট্রাকের নাম্বার বগুড়া-ড১১২১৬০ বলে আমরা নিশ্চিত হই।
এ ব্যপারে ঈশ্বরদী থানার এস আই আসাদ গরু চুরির বিষয় স্বীকার করে জানান, খামারের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল। তাই সহজে এই চুরি সংঘটিত হয়েছে। গরু চোর ধরতে বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা অব্যহত আছে। তবে গরু চুরি রোধে খামারীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।