গত ইং ০৩/০৬/২১ তারিখ ২০.২৫ ঘটিকার সময় ঈশ্বরদী থানার গোলাম হাক্কানী স্ত্রী ও মেয়ে ঈশ্বরদী বাজার ১ নম্বর গেট থেকে রাত্রি অনুমান ২০.১০ ঘটিকা সময় কেনাকাটা শেষে বাড়ি যাওয়ার জন্য রিক্সায় ওঠে। আর তখন থেকেই এই ছিনতাই কারীরা মোটর সাইকেল নিয়ে পিছু নেয়। বাদীর স্ত্রী ও মেয়ে রিক্সা নিয়ে তাদের বাড়ির সামনে দাড়ানো জনৈক ছিনতাইকারী তাদের ব্যবহৃত মোটর সাইকেল রিক্সার কাছাকাছি থামায় এবং মোটর সাইকেল থেকে নেমে এসে একটি চাকুর ভয় দেখিয়ে মা- মেয়ে দুই জনের গলা থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পুনরায় মোটর সাইকেলে উঠে চলে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোাগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে ও আলোচিত হয়।
ঘটনার পর থেকে পুলিশ সুপার পাবনার নির্দেশনা মোতাবেক এসআই নুরুন্নবী ঘটনা সংক্রান্তে তদন্ত শুরু করেন , সিসিটিভির ফুটেজ বিশ্লেষন প্রযুক্তির ব্যবহার করে আসামীদের সনাক্ত করতে সক্ষম হন।গত ইং ১৭/০৬/২১ তারিখ রাত্রি ২৩.৪৫ ঘটিকায় আসামী মামুন মোল্লাকে গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত তারই মোটর সাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার কথা স্বীকার করে এবং ইং ১৮/০৬/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করিয়া ফোঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুজ্জামান এর সত্যাতা শিকার করে বলেন
ঘটনার সাথে জডিত পুরো চক্রকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।