অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদীর রেলওয়ের লেভেল ক্রসিং গেট পার হতে গিয়ে আ: রশিদ (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন খুলনা-ঈশ্বরদী রেলরুটের রেলগেট নামক স্হানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত দিনমজুর রশিদ ঈশ্বরদী উপজেলার পাশ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
তিনি প্রতিদিনই সকালে লালপুর নিজ বাড়ি থেকে শ্রমিকের কাজ করতে ঈশ্বরদী আসতেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে ট্রেন কন্ট্রোলার, শহিদুল ইসলাম পিন্স জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে রাজশাহীগামী যাত্রীবাহী ৭১৫ আন্তঃনগর ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদীর রেলগেট ক্রস করার সময় ট্রেনের সামনে দিয়ে দৌড়ে পার হওয়ার সময় একজন দিনমজুর ট্রেনের নিচে পড়ে।
ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায় তার শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে এক হাত ও
এক পা। পরে স্হানীয় রেলওয়ে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (এসও) আরিফুল ইসলাম জানান, খুলনাগামী আন্তঃনগর ৭১৫ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার সময় রেলগেট অতিক্রম করার সময় এই দূর্ঘটনা ঘটে।
সকাল ১০ টা ৩৫ মিনিটে খবর পেয়েই আমরা ঈশ্বরদীর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা একহাত একপা বিছিন্ন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামিম জানান, হাত পা বিছিন্ন অবস্থায় আহত রোগীটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর পরিক্ষা করে বোঝা যায় শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগী হাসপাতালে আসার পথেই মারা গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ঈশ্বরদীর রেলগেট লেবেল ক্রসিং গেটে পার হতে গিয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
দুপুরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার করে সুরতাহাল শেষে নিহতের স্বজনদের কাছে ওই দিনমজুরের মরদেহ হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।