প্রধানমন্ত্রী উপহার, ঘর পেয়েছে ৫০ পরিবার
আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক “মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়
“ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র-আশ্রয়হীন পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল তুলে দেওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদের।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিবারকে জমিসহ স্বপ্নের হবে মুলাডুলি আশ্রম প্রকল্পের দ্বিতীয় ধাপের ৫০টি ঘর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে হিসেবে। উপজেলা নির্বাহি অফিসার পিএম ইমরুল কায়েস জানান ইতিমধ্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘরের দলিলের রেজিস্ট্রিও ইতো মধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমত্রী আজ
রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভূসিহীনদের মাজে উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে গৃন্দের মাঝে জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করা হবে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান এসব ঘরের প্রতি পরিবহন খরচ এক লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ উদ্বোধনের পর তা হস্তান্তর করা হয়েছে।
আজ এই ভূমিহীন ৫০ পরিবার কে জমিসহ বাড়ি প্রদান করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী স্বপ্ন পূরন হয়।