।
গতকাল ২৩ জুন ২০২১ তারিখ রাত্রী ১০.২০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার আতাইকুলা থানাধীন মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ রাসেল (২১), পিতা- মোঃ রেজাউল করিম, সাং- মধুপুর, থানা- আতাইকুলা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে অবৈধ অস্ত্র ০২ টি পাইপগান উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।