অনলাইন রিপোর্টঃ ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত ৩ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, নোয়াখালীর রাকিব হোসেন (১৯), রাজশাহী চারঘাটের
মাজারুল ইসলাম (২৮) ও চট্টগ্রাম রাঙুনিয়ার বদিউল আলম (৬১)।
উল্লেখ্য, গত ১ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৩৮ জন শ্রমিকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ রাত ৯টার দিকে তাদের রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।
ডাঃ আসমা খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উল্লেখিত করোনা পজিটিভ শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।
এনিয়ে ঈশ্বরদী উপজেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
।