গাঁজা’ সহ গ্রেফতার ২
আজ ০৬ জুলাই ২০২১ তারিখ বিকাল ০৫.৫৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন সরিশা বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শাহিন মোল্লা (৩৩), পিতা- মৃত মোস্তফা মোল্লা, ২। মোঃ সজীব প্রামানিক (১৮), পিতা- রেজা প্রামানিক, ঊভয় সাং-চয়ড়া, থানা- শাহজাদপুর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ০২ কেজি ২০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে।