জেলা পুলিশের উদ্যোগে মাক্স আপ ক্যাম্পেইন অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি:
মাক্স ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং বিনা প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না-এই শ্লোগান সামনে রেখে আজ ১৯ জুলাই সকালে ঈশ্বরদীতে পালন করা হয়েছে। মাক্স আপ পাবনা নামক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
পাবনা জেলা পুলিশের আয়োজনে দশটি স্বেচ্ছাসেবক সংগঠনের অংশগ্রহণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন বিবিসি বাজার এলাকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনাভাইরাস প্রতিরোধে আত্মসচেতন হওয়া এবং বিভিন্ন করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফিরোজ কবীর, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠান চলাকালে বিভিন্ন লোকজনের মধ্যে মাক্স বিতরণ করা হয়।