চাঁদা বাজ গ্রেফতার
গতকাল পাবনা পুলিশ পুলিশ সুপারের দিক নির্দেশনায়, সদর ফাড়ীর ইন্সপেক্টর মোঃ আবুল কালাম এর নেতৃত্বে এস আই কান্তি কুমার, এ এস আই মাসুদ ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে ১২:১৫ ঘটিকায় পাবনা থানাধীন নারিকেল বাগান পৌর মার্কেট এর মধ্যে জনৈক মোঃ আঃ সালাম এর চায়ের দোকানের সামনে হতে বড় বাজারে আগত বিভিন্ন গাড়ি ও দোকান হতে অবৈধ ভাবে চাঁদা উঠানো কালে আসামি মোঃ তোফাজ্জল হোসেন হিরোক (৩৮) পিতা-মৃত মমতাজ আলী খান সাং- কালাচাঁদ পাড়া শফিক হাসপাতালের পার্শ্বে থানা ও জেলা-পাবনা কে চাঁদা উঠানো নগদ ৩৬০/ টাকা ও ১৪ টি চাঁদা উঠানো রশিদ বইয়ের পাতা, যাহাতে ট্রাক, ট্রলি,করিমন,নসিমন,সিরিয়া বাজার লোড আনলোড, পাবনা লেখা আছে, সহ চাঁদা উঠানোর সময় হাতেনাতে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।