জয়নগরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন
অনলাইন রিপোর্ট: আই কে রোড জয়নগর শিমুলতলা বাজার এ মরহুম হামিদ মাস্টার মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখা শুভ উদ্বোধন হয়েছে । ১১ ই আগস্ট সকাল ১১ টায় ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখা ম্যানেজার আশরাফউদ্দিন( ভিপি)র সভাপতিত্বে ও মোখলেছুর রহমান( এসপিও) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ,সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, অগ্রণী ব্যাংক রুপপুর শাখা ম্যানেজার সুলতান হাফিজ এ মামুন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, h&m স্বত্বাধিকারী হাছান মাহমুদ, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মৃধা, ইউপি সদস্য আরিফ হসেন, আসাদুল হক, এজেন্ট ব্যাংকের ইনচার্জ ফজলুর রহমান , আনিসুর রহমান প্রধান শিক্ষক, ব্যবসায়ী জহুরুল ইসলাম তুফান সর্দার, মুনসুর রহমান সরদার, শিমুলতলা বণিক সমিতির সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন ,হান্নান মালিথা ,ব্যবসায়ী জামিলুর রহমান সবুজ ,আজিজুর রহমান খান (সাবেক প্রধান শিক্ষক) ব্যবসায়ী আব্দুর রহিম, মজনু সহ অনেকেই উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা ।