ঈশ্বরদীতে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ
খুলনা জেলার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের অর্ধ শতাধিক হিন্দু পরিবারে হামলা মন্দির প্রতিমা, দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুর লুট এবং সাভারে অধ্যক্ষ টিটু চন্দ্র মন্ডলের নিশংস হত্যার প্রতিবাদে এবং সরকারি বাজেটের ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবিতে বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঈশ্বরদীর সনাতনধর্মাবল্মীরা।
শুক্রবার ১১ টায় বাংলাদেশ হিন্দু মহাজোট যুব ও স্বেচ্ছাসেবক ও ছাত্র মহাজোট ঈশ্বরদী উপজেলা পৌর শাখার আয়োজনে শহরের স্টেশন রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে, সভাপতিত্ব করেন মহাজোট উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাধব পাল। মানবন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও ঈশ্বরদী মহাশ্মশানের সাধারণ সম্পাদক স্বপন কুন্ডু, পুজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরন, তৌহিদ আক্তার পান্না, ছাত্রমহাজোট কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সজীব কুন্ডু তপু, পুজা উদযাপন পৌর কমিটির সম্পাদক তাপস সাহা,।পৌর মহাজোটের সভাপতি উত্তম সাহা, পৌর হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টানঐক্য পরিষদের সভাপতি পার্থপ্রতিম দাস ‘ দিপংকর কুমার, পাবনা জেলা ছাত্রমহাজোটের সুমন দাস, সাঁড়ার শ্রাবন কুন্ডু। মানববন্ধনে সমাপনী বক্তব্য দেন মহাজোট উপজেলা কমিটির সম্পাদক দেবদুলাল রায়। সঞ্চালনা করেন হিন্দু মহাজোটর সমন্বয়কারি সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর মহাজোটের সম্পাদক সুমন সাহা, পৌর -বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক সুকুমার চক্রবর্তী, মিহির দাস, সাধন কুন্ডু, রঞ্জু ভৌমিক, পরিতোষ দাস, নিতিশ রায়, বিপুল কুন্ডু, দীপু রায়,মাধব কুন্ডু, গৌতম বিশ্বাস, সন্তোষ দাস, শ্রাবন কুন্ডু, দীপ্ত রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।