ফেন্সিডিল সহ আটক ১
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম. আলমগীর জাহান এর তত্ত্বাবধানে মাদক বিরোধী বিশেষ অভিযানে জয়পুরহাট থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আবু সাঈদ মন্ডল, এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সামাদ, এএসআই (নিরস্ত্র) মোঃ মজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাট থানাধীন ২নং দোগাছি ইউপির অন্তর্গত মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজ এর ভিতর আইসিটি ভবণ চারতলা বিল্ডিং এর পিছনে পুকুর পাড় এর উপর হতে ২৫ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় তাকে, যার বোতল মূল্য অনুমান- ৫০,০০০/- টাকা এবং ০১টি লাল রংয়ের রেজিঃ বিহীন Hero passion xpro মোটর সাইকেল, মূল্য অনুমান- ১,০০,০০০/- টাকাসহ আসামীর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ মোঃ মাহবুব আলম বাবু (৩৭), পিতা- মোঃ আব্দুল মজিদ, সাং- উত্তর চকরহমত, থানা- ধামুইরহাট, জেলা –নওগাঁ।তাকে মাদক দ্রব্য আইনে মামলা রুজি হয়েছে।