পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ১১ সদস্যের জরিমানা ও গ্রেফতার।
গতকাল র্যাবের অভিযানে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দালাল চক্রের ১১ সদস্যকে দন্ডিত করা হয় দন্ডিত সদস্যদের মধ্যে ১। মোঃ লিখন আলী(২৫), ২। মোঃ জাকির হোসেন(৪০), ৩। মোঃ নজরুল ইসলাম(৪০), ৪। মোঃ মেহেদী হাসান(৩০), ৫। মোঃ মাহামুদুল হাসান(৫২) দের প্রত্যেককে ৫০০ টাকা করে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং একই চক্রের আরও ৬। আব্দুল কালাম(৫০), ৭। সুমন শেখ(৪৫), ৮। সাব্বির হোসেন(২৭), ৯। জনি(২৫), ১০। হান্নান শেখ(৩৪), ১১। জামাল উদ্দিন(৫২)- দের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দালালদের উৎপাত রোধে ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়