আজ রাত আটটার সময় ইশ্বরদী বাস টার্মিনালে হবিগঞ্জের বানিয়াচুন গ্রাম থেকে আসা তিন কর্মজীবী মানুষের সাথে দেখা তারা তিনজন জীবিকার টানে ঈশ্বরদীতে এসেছে দুলাল মিয়া,হোসেন মিয়া,সোহেল মিয়া তারা ঈশ্বরদীতে কাঁচি দা বটি ধার এবং পাটা কোটাতে এসেছে।
এই তিন জন কয়েকদিন ঈশ্বরদীতে কাজ করে অন্যত্র জেলায় চলে যাবে এই জীবিকার টানে আসা মানুষগুলো ইশ্বরদী বাস টার্মিনালের রাত্রিযাপন করবে কয়েকদি।
তাদের সাথে কথা বলে জানা গেলো তাহারা দশ,বিশ,ত্রিশ টাকা পযন্ত শান করে,আর পাটা কোটাতে ৫০টাকা নেই।তারা এই সল্প আয়ের মানুষ গুলি এভাবেই ঈশ্বরদী বীর মুক্তিযোদ্ধা খাইরুজ্জামান বাস টার্মিনালে রাত্রি যাপন করবে।হোটেলে থাকার মতো তাদেন কোন অর্থ নেই।সারা দিন তাদের ৩০০/৪০০ টাকা আয় হয়,এই আয়ের অর্থ থেকে সারাদিনে তিন বেলা খাওয়া, বাকি অর্থ তাদের পরিবারের জন্য জমিয়ে রাখে।একাবেই চলছে তাদের জীবনজিবীকা।