অনলাইন রিপোর্টঃ
পাবনার আটঘরিয়া উপজেলায় সরকার ঘোষিত প্রণোদনায় ২৫০০ টাকা তালিকা তৈরির সময় এক শিক্ষকের উপর হামলা ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই শিক্ষকের নাম রইচ উদ্দিন রবি। তিনি পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং আটঘড়িয়ার মাজপাড়া ইউনিয়নের বাসিন্দা।
হামলার শিকার ওই শিক্ষক নেতা রইচ উদ্দিন রবি জানান, বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্রের জন্য দেওয়া ২৫০০ টাকার সাহায্যের তালিকা সঠিক ভাবে তৈরি হয়েছে কিনা সেই দায়িত্ব দেয় প্রাথমিক শিক্ষকদের। উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নে দায়িত্ব পালনকালীন সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আচমকা আমার উপর সন্ত্রাসীরা হামলা করে এবং হত্যা চেষ্টা চালায়।
তিনি জানান, যাচাইবাছাইয়ে দেখা যায় আটঘড়িয়ার মাজপাড়া ইউনিয়নের মেম্বার জাবেদ আলী ও ইন্তাজ আলী নামের দুই ব্যক্তির একই ফোন নাম্বার ৩০-৩৫ জনের নামের জায়গায় ব্যবহার করা হয়েছে। হতদরিদ্রের টাকা আত্মসাৎ এবং দুর্নীতির তথ্য আমি উপজেলা শিক্ষা অফিসারকে অভিযোগ দেওয়ায়
মাঝপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গফুর মিয়ার হুকুমে জাবেদ ও আজগর মেম্বারের নেতৃত্বে এলাকার তুহিন ও টিটু সহ ১০/১১ জন লোহার রড ও পাইপ দিয়ে আমার উপর আচমকা হামলা চালিয়ে গুরুতর জখম করে। তারা আমার প্রাণনাশের চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, চেয়ারম্যান একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে দুর্নীতি ও সরকারি কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেয় এবং হত্যার চেষ্টা চালায়। আমি এর সঠিক বিচারের দাবী জানাচ্ছি। তিনি এজন্য পাবনা জেলা প্রশাসক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, আটঘরিয়া থানা পুলিশকে সঠিক তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবী জানান। তিনি জানান, তার উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।