অদ্য ২২ সেপ্টেম্বর ২০২১ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে, “রাজবাড়ী জেলার পাংশা থানাধীন চর আফড়া মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মিরাজ মোল্লা এবং সাচ্চু মন্ডলের মুদি দোকানের মাঝামাঝি ইটের সলিং এর রাস্তা পাশে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ০৪ (চার) টি বার্মার তৈরী আট চেম্বার বিশিষ্ট রিভলবার এবং ০১ টি ওয়ান শুটারগান উদ্ধার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রগুলো রাজবাড়ী জেলার পাংশা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।