ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে
প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন
ঈশ্বরদী প্রতিনিধিঃদীর্ঘ ৭ বছর পর আগামী ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের
ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায়
প্রায়ত সাবেক সফল ভূমি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক শামসুর রহমান শরিফের বাড়িতে উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিলো উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রার্থী ঘোষণা।
এতে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রীর সহধর্মীনী কামরুন্নাহার শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় (উপ-কমিটি)’র সদস্য ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য বিষয়ক (উপ-কমিটি)’র সদস্য ও সাবেক ভূমি মন্ত্রীর সুযোগ্য পুত্র সাকিবুর রহমান শরিফ কনক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকাল সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক কাদের প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, কাউন্সিলর আমিনুর রহমান, জেলা কৃষক লীগের অন্যতম নেতা ও সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শিরান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমূখ।
সংবাদ সম্মেলনে কামরুন্নাহার শরীফ ঈশ্বরদী উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বানিজ্য বিষয়ক (উপ-কমিটি)’র সদস্য ও সাবেক ভূমি মন্ত্রীর সুযোগ্য পুত্র সাকিবুর রহমান শরিফ কনকের নাম ঘোষণা করেন।