সিহান সিন্টু যুগ্ম সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টারঃ
গত ২৪,২৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে সিতোরিও কারাতে দ্যো বাংলাদেশের জাতীয় প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে বাংলাদেশের সকল জেলা থেকে দের শতাধিক সিতোরিও কারাতের প্রশিক্ষক অংশ নেয়।
সেমিনারে উপস্থিত সকলের সম্মতিতে এ্যাডভোকেট সেলিম খান মোজাহিদিকে সভাপতি ও সিহান মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সিতোরিও কারাতে দ্যো বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মার্শাল আর্ট এর জাতীয় আন্তর্জাতিক এওয়ার্ড প্রাপ্ত জাতীয় প্রশিক্ষক আন্তর্জাতিক রেফারি (বিচারক) সিহান শেখ ওয়াহেদ আলী সিন্টু যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ও বিভিন্ন দেশের কোচ কর্মকর্তা, খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষী, বন্ধু মহন শেখ ওয়াহেদ আলী সিন্টুকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে।
সিহান সিন্টু ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রীড়া ক্ষেত্রে দেশের জন্য বিশেষ অবদান রাখার ও শারীরিক মানসিক ভাবে আত্মরক্ষায়
স্বাবলম্বী করে তোলার জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মার্শাল আর্টের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।