অপহরনকারী এবং চাঁদাবাজ আসামী আটক
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব একেএম আলমগীর জাহান এর তত্ত্বাবধানে জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভাস্থ হাউজ বিল্ডিং এর পার্কে বিপরীত পার্শ্বে নির্মানাধীন বিল্ডিং এর সামনে হতে ভিকটিম মোঃ আবু তালেব (৪৮), পিতা-মৃত আনছের আলী সরদার, সাং- পাঁচশিরা, থানা-কালাই, জেলা-জয়পুরহাটকে উদ্ধার করতঃ অপহরনকারী ও চাঁদাবাজ আসামী মোঃ নুরুজ্জামান (২৬), পিতা-মোঃ বেলাল হোসেন, সাং-ঠাকুরগঞ্জ, পো: পশ্চিম ছাতনাইল, থানা-ডিমলা, জেলা-নীলফামারী, মোছাঃ রেহেনা আক্তার (৩২), স্বামী-মোঃ নুরুজ্জামান, সাং-কয়তাহার, পো: আমদই, মোঃ হাবিবুর রহমান সৌরভ (২৮), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-আমতলী (জয়পুর ক্লিনিকের পিছনে), থানা ও জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। অপরাপর এজাহার নামীয় পলাতক আসামী এবং অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।