৩৮০পিচ ইয়াবাসহ আটক ১
গতকাল পাকশি ফাঁড়ির অভিযানে পাকশী ইউনিয়ন পরিষদের পাশ থেকে আটক করা হয় সেলিম মন্ডল নামে এক ব্যক্তি কে তার কাছে পাওয়া যায় ৩৮০ পিচ ইয়াবা। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। পাকশী ইউনিয়ন পরিষদের পাশের বাড়ির সামনে ফাঁকা রাস্তায় অবস্থান করছে মাদক ব্যবসায়ী সেই সংবাদের ভিত্তিতে আমরা সেলিমকে আটক করি।এবং তার কাছ থেকে ৩৮০ পিচ ইয়াবা উদ্ধার করি। পাকশী ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান সে একজন মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।