অনলাইন রিপোর্টঃঈশ্বরদীর পার্শ্ববর্তী নাটোরের লালপুরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের একজন লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের বাকের আলী (৫৫) এবং অপরজন বেরিলাবাড়ী গ্রামের সাইদুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে বাকের আলী পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ী ফেরার পথে দিয়াড় সংকরপুর নামক স্থানে বজ্রপাতের কবলে পড়েন। আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
অপর ঘটনাটি ঘটেছে লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায়। কৃষি কাজ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে সাইদুল ইসলামের মৃত্যু হয়। মৃত সাইদুল লালপুর উপজেলার বেরিলাবাড়ী গ্রামের খোদাবক্সের ছেলে। সে আরামবাড়িয়া শেখের চরে শ্বশুর বাড়িতে থাকতেন।