ঈশ্বরদীতে ভটভটির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি:
ঈশ্বরদী পোস্ট অফিস মোড় হাসপাতাল রোড সংলগ্ন হেল্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ভুটভুটি শ্যালোমেশিন চালিত গাড়ি চাকায় পিষ্ট হয়ে আলিফ ৮ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার ৩১ অক্টোবর দুপুর ১:৩০ দিকে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় হাসপাতাল সংলগ্ন হেল্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ লালপুর উপজেলার বিজয় পুর গ্রামের চাদু প্রামানিকের ছেলে।
নিহত আলিফে দাদার সাথে মাকে ডাক্তার দেখানোর জন্য গোপালপুর থেকে ঈশ্বরদী হেলথকেয়ার ডায়গনিক সেন্টারে এসেছিল।
প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর ১:৩০ দিকে ঈশ্বরদী হাসপাতাল রোড হেল্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কের ধরে রাস্তা পার হওয়ার সময় এক শিশু শ্যালো মেশিন চালিত গাড়ি চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এইসময় চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।