৬ কেজি গাঁজা সহ গ্রেফতার ১
বিশেষ প্রতিনিধি:
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন, চাটমোহর থানা, পাবনার নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ বাবুল আক্তার, এএসআই মোঃ আকবুল হোসেন, এএসআই রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় রাত ০১.০৫ ঘটিকায় চাটমোহর থানাধীন মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামের থেকে গাঁজা সহ তাকে গ্রেফতার করে।তার পরিচয় পাওয়া গেছে সে মোঃ বেজপাড়া গ্রামের চাটটমোহর থানার
মৃত বজলুর রহমানের ছেলে,নুরুল ইসলাম (৫৮),নূরুল ইসলাম (৫৮), পুলিশ জানাই বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে একটি প্লাটিনা মোটরসাইকেলে বসা অবস্থায় পেয়ে তল্লাশি করে উক্ত আসামীর কোমরে রক্ষিত ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ কালে আসামী নূরুল ইসলাম নিজেকে একজন মাদক দ্রব্য(গাঁজা) ব্যবসায়ী বলে স্বীকার করে এবং সে তার চৌচালা টিনের ঘরের ভিতর থেকে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ৬ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রিত নগদ ৩০,১১৫/- টাকা আসামী বাহির করে দেয়। এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।