অনলাইন রিপোর্টঃ
ঈশ্বরদীতে এক নারী এনজিও কর্মীর করোনা শনাক্ত হয়েছে। ঈশ্বরদীর শহরের মধ্য অরণকোলার ,তার স্বামীর বাড়ি কুষ্টিয়া। তিনি ওই এলাকার মসজিদ গলি মহল্লার মাহবুবুর রহমানের মেয়ে। তিনি ঈশ্বরদীর চরসাহাপুর নতুন হাট মোড়ের আশা এনজিও কর্মী।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় তার রিপোর্ট আসে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশের একটি বিশ্বস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, ওই নারী শ্বাসকষ্ট সহ অসুস্থ্য থাকায় কয়েকদিন পূর্বে ঈশ্বরদী থেকে তার শ্বশুর বাড়ি কুষ্টিয়া গিয়ে নমূনা দিয়ে আসে। পরিক্ষার পর আজ সকাল সাড়ে ১১ টায় তার কুষ্টিয়া থেকে জানানো হয় তার করোনা পজিটিভ রিপোর্ট।
সূত্রটি আরও জানায়, এ বিষয়ে ঈশ্বরদী থানাকে জানানো হয়েছে। বাড়িটি লকডাউনের জন্য পুলিশ ওই বাড়িতে যাচ্ছে।