২২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ২২/১১/২০২১ তারিখ রাত ৩.৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাবনাগামী রোডের সরইকান্দি কারিগর পাড়া মেসার্স কোবাদ ফিলিং স্টেশনের সামনে হাইওয়ে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন, নগদ ১৩০/- ভারতীয় রুপি এবং ০১ টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতার কারীরা হলেন মোঃ মমিদুল হাসান(৩৫), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-মস্তফি, পোষ্ট-তিস্তা, থানা ও জেলা- লালমনিরহাট, ২। মোঃ সোহেল(২৫), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-মধ্যগড্ডিমারী, পোষ্ট-মিলন বাজার, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।