৯৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অাজ সময় ১৭:২০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মথুরাপুর পশ্চিম পাড়া থেকে জনৈক মোঃ সালমান (৩৫) এর মুদির দোকানের উত্তর পাশের পাকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ রতন মন্ডল (৩৮), পিতা- মৃত আজিজুল হক মন্ডল, সাং-মথুরাপুর (পশ্চিম পাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারপূর্বক উক্ত
আসামীর নিকট হতে ৯৫ বোতল ফেন্সিডিল ও মোবাইল-০১টি, সীম কার্ড-০২টি এবং নগদ ৯৭০০/- (নয় হাজার সাতশত) টাকা উদ্ধার করে। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজের হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।