১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা’সহ ৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল বিকাল ১৬.২৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এবং র্যাব-১২, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মি. জন রানা এর যৌথ অভিযানে চর আশুতোষপুর গ্রামস্থ মোঃ জেহের শেখ (৫০), পিতা- মৃত জব্বার শেখ এর বসত বাড়ীর উত্তর পাশের পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ লিটন হোসেন (৩৮), পিতা-মোঃ আফজাল হোসেন, সাং-দক্ষিন রামচন্দ্রপুর, থানা-সদর, জেলা-পাবনা, ২। মোঃ রেজাউল করিম (৩২), পিতা-মোঃ উজির হোসেন, সাং-রামকৃঞ্চ মিশন রোড, থানা-সদর, জেলা-লালমনিরহাট, ৩। মোঃ নুর ইসলাম (৫২), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং- কালমাটি, থানা- সদর, জেলা- লালমনিরহাট, ৪। মোঃ আশিকুর রহমান (২৭), পিতা-মোঃ সলেমান আলী, সাং-খোর্দ্দসাপ্টান (২নং ওয়ার্ড), থানা- সদর, জেলা-লালমনিরহাট, ৫। মোঃ আশিক শেখ (২২), পিতা-মোঃ আরশাদ শেখ, সাং-বড়রামপুর, থানা-সদর, জেলা-পাবনা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ১৮ কেজি ৫০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, মোবাইল-০৫ টি, সীম-০৭টি এবং নগদ ৭০০/- টাকা’সহ উদ্ধার করে। উক্ত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।