ইজিবাইক চোর আটক
গতকাল সকাল ১১.০০ টায় তারা যাত্রীবেশে শাহজাহান নামক এক ব্যক্তির ইজিবাইক ঈশ্বরদীর দাশুরিয়া থেকে ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে চালকের সাথে খাওয়া দাওয়ার সময় তাকে অতিমাত্রায় ঘুমের ঔষধ খাইয়ে দেয়। চালক শাহজাহান ধীরে ধীরে ঘুমে অচেতন হইয়া পড়িলে চোর সুমন আলী তাকে পিছনের ছিটে মহিলার পাশে রোগীর মতো করে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে একটি নির্জন জায়গা খুঁজতে থাকে। সন্ধ্যা আনুমানিক ০৬.০০ টার দিকে তারা ঈশ্বরদী দাশুরিয়া রোডের ঢুলটি এলাকায় পৌছালে চলন্ত গাড়ি থেকে তারা অচেতন চালককে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ইজিবাইকটি চালিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে স্হানীয় জনসাধারণ তাদের কে ধরে পুলিশে খবর দিলে পুলিশ তাদদেরকে আটক করে,পুলিশ তাদেরকে জিজ্ঞাসা বাদ করলে,তারা স্বীকার করে। পুলিশ তাদের ২ জনের পরিচয়
পেয়েছে ১। মোঃ সুমন আলী(৩৫), পিতা মৃত হাতেম আলী,সাং নতুনপাড়া হলদীগাছী,থানা-চারঘাট, জেলা-রাজশাহী। বর্তমানে সাং- টেবুনিয়া স্টেশন পাড়া থাকে।
২। মোছাঃ সুমি(২৫), স্বামী মোঃ লিটন,সাং-দিঘাপতি কলেজ পাড়া,থানা ও জেলা- নাটোর। সুমির পিতা মোঃ ইসমাইল হোসেন,সাং-পশ্চিম চরপাতা, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।