বিনা টিকিটে ভ্রমন -জরিমানা ৩ লক্ষ ৪১ হাজার টাকা।
গতকাল ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার নুর আলম এসিও পাকশী নেতৃত্বে খুলনা, রাজবাড়ি, সান্তাহারসহ বিভিন্ন ষ্টেশনে ট্রেনে অভিযান চালিয়ে জরিমানাসহ সাড়ে ৩ লক্ষ টাকা আদায় করা হয়।
এর মধ্যে খুলনায় টিকিট বিহীন ৬৯ জন যাত্রীর নিকট থেকে ভাড়া ১৩,২৪০ টাকা জরিমানা ৬৭৩০ টাকাসহ মোট ১৯,৯৭০ টাকা। পাকশীতে ৮৬৫ জনের নিকট থেকে ভাড়া বাবদ ১,৫০,৫৩০ জরিমানা ৬০,৪৬০ সহ মোট ২,১০,৯৯০ টাকা। রাজবাড়িতে ১০০ জনের নিকট থেকে ভাড়া বাবদ ১০,০০০ জরিমানা ৫০০০মোট ১৫০০০ টাকা
সান্তাহারে ২৭১ জনের নিকট থেকে ভাড়াবাবদ ৫৩,৯৫০ জরিমানা ২২,৭৩০ মোট ৭৬,৭৮০ টাকা। ঈশ্বরদীতে ৮০ জনের নিকট থেকে ভাড়াবাবদ ১৪,৫৪০ টাকা জরিমানা ৪১৬০সহ মোট ১৮,৭০০ টাকা। সর্ব মোট ১,৩৩৫ জনের নিকট থেকে ভাড়া বাবদ ২,৪২,২৬০ টাকা জরিমানা ৯৯,১৬০ টাকাসহ মোট-৩,৪১,৪২০ টাকা আদায় করা হয়।