৭ দিনের রিমান্ড -উত্তাল পাকশী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
।
নিখোঁজ কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পাবনার ঈশ্বরদীর পাকশী। আজ বুধবার হৃদয়ের জন্মস্থান পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই বিক্ষোভ চলে।
প্রতিবাদ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, রাজনীতিকসহ এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।
মহাসড়কের রূপপুরে লালন শাহ সেতু সংযোগ মোড় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বাবু মণ্ডল, ব্যবসায়ী রফিকুল ইসলাম সুলতান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু প্রমুখ।
বক্তারা হৃদয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ায় মাধ্যমে ফাঁসির দাবি জানান। অন্যথায় আবারও প্রতিবাদ সমাবেশসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিক বলেন আমরা মহামান্য বিজ্ঞ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম মহামান্য বিজ্ঞ আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।