বিনা টিকিটে ভ্রমন -জরিমানা সহ আদায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা।
গত ১৮ ডিসেম্বর শনিবার এসিও/পাকশী, টিআই সি খুলনা,,রাজবাড়ি, সান্তাহার জেআরআই পার্বতীপুর বিভিন্ন ট্রেনের চেকিং করে প্রায় সাড়ে ৬ ছয় লাখ টাকার জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
এর মধ্যে খুলনায় ২১৭ জনের নিকট থেকে ভাড়া =৫১,২৩০ টাকা ভাড়া জরিমানা বাবদ ২৫,০৯ টাকা জরিমানা মোট ৭৬,৩২০ টাকা। এসিও কেএম নুরুল আলমের নেতৃত্বে পাকশী এলাকায় ১৩২০ জনের নিটক থেকে ভাড়া বাবদ ২,১৬,০০০ জরিমানা ১,০৮০০০ মোট ৩,২৪,০০০ টাকা। রাজবাড়ীতে ৪০০ জনের নিকট থেকে ভাড়া বাবদ ৬৫,৫৫০ জরিমানা ২০,০০০ মোট ৮০,৫৫০ টাকা। সান্তাহার টিআইসি জেআরআই পার্বতীপুরে ২৪১ জনের নিকট থেকে ভাড়া বাবদ ৫৩,৪৫০ টাকা, জরিমানা বাবদ ১৭১৭০মোট ৭০,৬২০ টাকা। ঈশ্বরদীর টিআইসি ৩৫০ জনের থেকে ভাড়াবাবদ ৪৯,৭৬০ টাকা জরিমানা ১৭,৫০০ মোট ৬৭,২৬০ টাকা।
জেআর আই সান্তাহারে ১৭৩ জনের নিকট থেকে ভাড়া বাবদ ২০,৩৫০ টাকা জরিমানা ৮৬৫০ টাকা, মোট ২৯,০০০ টাকা ।
এ দিন ২৫২৮ জনের নিকট থেকে মোট ভাড়া বাবদ ৪,৫১,৩৪০ টাকা এবং জরিমানা, ১,৯৬,৪১০ টাকা। মোট-৬,৪৭,৭৫০ টাকা আদায় করা হয়।