৫০০ মিঃ লিঃ চোলাইমদ’সহ ০২ জন মাদকসেবী গ্রেফতার।
গত ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘‘পাবনা জেলার ভাংগুড়া থানাধীন অষ্টমনিষা (ঘোষপাড়া) থেকে কালা শীল (৪০) এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে উক্ত আসামী (১) মোঃ নাজিম উদ্দিন (২৬), পিতা-মোঃ ইব্রাহিম হোসেন, সাং-নৌবাড়িয়া নতুনপাড়া (২) মোঃ হুমায়ন কবির (২৮), পিতা- মোঃ আঃ জব্বার, সাং-সিংকলকতি, উভয় থানা-ভাংগুড়া, জেলা- পাবনাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদের নিকট হতে ৫০০ মিঃ লিঃ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাইমদ, মোবাইল ০২টি, সীম ০৩টি এবং নগদ ১,০১০/- (এক হাজার দশ) টাকা উদ্ধার করে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ সেবন করিয়া সমাজ ও পরিবারের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করিয়া আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ভাংগুড়া থানায় এজাহার দায়ের করা হচ্ছে।