শামীম হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ফারুক ও তার বোন মোছাঃ আমেনা খাতুন অস্ত্রসহ গ্রেফতার
আজ রাত্রী ০০.৩০ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানার মামলা নং ৪৯ তারিখ ২৯/১২/২০২১ ধারা-১৪৩/৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ এর চাঞ্চল্যকর শামীম হত্যা মামলার অন্যতম আসামী মোঃ ফারুক (৩০) কে পাবনা জেলার সদর থানাধীন আফুরী এলাকায় অভিযান পরিচালনা করে তার শশুড় মোঃ সাইদুল সেখ এর বাড়ী হতে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, উক্ত হত্যা মামলার সাথে সংশ্লিষ্ট একটি ০১ নলা বন্দুক তার হেফাজতে আছে যা তার বোন মোছাঃ আমেনা খাতুন (৪৫) এর হেফাজতে আছে। পরবর্তীতে উক্ত আসামী ফারুককে নিয়ে তার বোনের বাড়ীতে অভিযান পরিচালনা করা হলে ফারুক ও তার বোনের দেয়া তথ্যের ভিত্তিতে ৩০/১২/২০২১ খ্রিঃ ০৩.১৫ ঘটিকায় আসামী ফারুক ও তার বোন আমেনা খাতুন এর বাড়ীর নিকট থানাধীন নাজিরপুর হাটপাড়া জনৈক মোঃ রবিউল ইসলাম রবি, (৪০), পিতা-মৃত সামেদ আলী মালিথা এর চৌচালা টিনের বসতঘর হইতে মাটির নিচে পুতে রাখা অবস্থায় মাটি খুড়ে ০১টি একনলা বন্দুক ও ০১ রাউন্ড খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বন্দুক ও কার্তুজের খালী খোসার বিষয়ে উক্ত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন সদুত্তোর দিতে পারে নাই এবং বৈধ কোন কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই।
এ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ উক্ত আসামী ফারুককে হত্যা মামলায় গ্রেফতার করে পাবনা সদর থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।