গত ১ বছরে পাবনা ডিবির সাফল্যে।
মাদক,আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও গ্রেফতার।
গত ২৯-১২-২০২০ তারিখ থেকে আজ পযন্ত জেলা গোয়েন্দা শাখার তথ্যমতে জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মো: আব্দুল হান্নান গত এক বছরে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ উদ্ধারসহ সবকিছু তুলে ধরেছেন।মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক, অস্ত্র ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ডিবি পাবনার সকল সদস্যদের প্রচেষ্টায় সাফল্য বয়ে এনেছে। আপনাদের এবং পাবনা জেলার সকল সচেতন নাগরিকের সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। আমরা গত একবছরের মাদক, সন্ত্রাস, উদ্ধারকৃত মালামাল সবকিছু আমরা আপনার মাধ্যমে তুলে ধরতে চাই।
(১) ইয়াবা ট্যাবলেট=১৯,১৬০ পিচ,
(২) গাঁজা=৭৪ কেজি ৫২৫ গ্রাম,
(৩) ফেন্সিডিল=৩৪ বোতল,
(৪) হেরোইন=৬০ গ্রাম, (৫) চোলাই মদ=১১ লিটার,
(৬) জি-প্যাথেডিন=২৯ পিচ,
(৭) গাঁজার গাছ=১৫ টি
(৮) অস্ত্রঃ-
(ক) বিদেশী আগ্নেয়াস্ত্র মোট=১৬ টি
(খ) দেশীয় আগ্নেয়াস্ত্র মোট= ১০ টি
(গ) গুলি= ৪৫ রাউন্ড, (ঘ) ০৪ (চার) টি টিপ চাকু
(ঙ) ০৪ (চার) টি চাপাতি
(চ) ০৩ (তিন) চাইনিজ কুড়াল।
(৯) মামলায় জব্দ মোটরযান সমুহঃ-
(ক) প্রাইভেটকার সর্বমোট= ০৪(চার) টি
(খ) মোটরসাইকেল= ৩৫ (পয়ত্রিশ) টি
(গ) সিএনজি=০১ (এক)টি
(ঘ)অটো চার্জার=০৩ টি
(ঙ)অটোভ্যান=০১(এক)টি
(চ) মোবাইল ফোন=১০৫ টি
(১০) যৌন উত্তেজোক অনুমোদনহীন ঔষধ এর বিরুদ্ধে অভিযানেঃ-
(ক) ২৩,০৮,০৮০/- টাকার মালামাল জব্দ,
(১১) জুয়া খেলা বিরুদ্ধে অভিযানে জব্দঃ-
(ক) ৬,৪২,৫০০/-টাকা নগদ উদ্ধার
(১২) মোট অপরাধী গ্রেফতার = ২৯৫ জন
(১৩) মোট মামলা দায়ের=১৫১ টি,
(১৪) মোট মামলা নিস্পত্তি=৭৩ টি।
পাবনা জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মো: আব্দুল হান্নান স্পর্শ নিউজকে বলেন সকলের সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়েছেন। এবং গত এক বছরের এই সাফল্যেরর পিছনে যার দিক নির্দেশনায় আমি কাজ করে অনুপ্রেরনা পেয়েছি পাবনা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মহিবুল ইসলাম খান বিপিএম মহাদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন। এবং ডিবির সকল অফিসার সহ যারা তাদেরকে সহযোগিতা করেছেন এবং সামনের দিনগুলো মাদক সন্ত্রাস দমনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য পাবনা জেলার সকল সচেতন নাগরিককে বিশেষভাবে অনুরোধ করেছেন।