ঈশ্বরদীতে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতাঃঈশ্বরদীতে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কৃষক লীগের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ৃ
ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের আহবায়ক ফজলুর রহমান মালিথার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ,সহ সভাপতি আ ন ম মেজবাউর রহমান,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান, যুগ্ম সম্পাদক বাবুনবগোপাল,সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন।আরও বক্তব্য রাখেন পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, জেলা কৃষক লীগের সদস্য ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম পাখি, জেলা কৃষক লীগের সদস্য ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু প্রমূখ।
ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এই বিশেষ বর্ধিত সভায় অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি সহ সকলে তাদের বক্তব্যে কৃষির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কৃষক লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে।কৃষি ক্ষেত্রে উন্নয়ন সাধন হলেই দেশের উন্নয়ন সম্ভব।
সঞ্চালন করেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সাবেক ভিপি মুরাদ আলী মালিথা ও
যুগ্ম আহবায়ক শরিফুল আলম দিপু।