৪০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ সংবাদদাতাঃঈশ্বরদীতে ৪০ বোতল ফেন্সিডিল সহ গতকাল শুক্রবার দবির শেখ (৫০)নামের
এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী ঢাকার আশুলিয়ার
সেকেন্দার শেখের ছেলে।
শুক্রবার সকালে ঈশ্বরদী উপজেলার আরাম বাড়িয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেলের পরিদর্শক সানোয়ার হোসেন মাদক ব্যবসায়ী দবির শেখ কে আটক করে।
তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পরিদর্শক সানোয়ার হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দবির শেখ দীর্ঘদিন উত্তর বঙ্গের বিভিন্ন এলাকাথেকে ফেন্সিডিল কিনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছে।