অনলাইন রিপোর্টঃ পাবনার চাটমোহরে পছন্দের কলেজে ভর্তি করতে না দেওয়ায় গলায় ফাঁস নিয়ে নিপা রানী দাস (১৮) নামে এক
করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বলাই চন্দ্র দাসের মেয়ে এবং এবার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নিপার শোবার ঘরের দরজা বন্ধ দেখে সবার সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের ডাবের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক মো. মফিজুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে।