ঈশ্বরদী উপজেলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বরণ অনুষ্ঠান।
আজ বিকাল ৫ ঘটিকার সময় ঈশ্বরদী মাছ বাজার মৎস্য ব্যবসায়ী অফিসের সামনে সভাপতিকে বরণ করেন ঈশ্বরদী উপজেলা মৎস্য ব্যবসায়ীরা। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সাবেক সাধারণ সম্পাদক বাবলু বিশ্বাস ও শহিদুল ইসলাম পূর্বে ছয় সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ মৃত্যুবরণ করায় তার শূন্য পদটি খালি হয়। এই শূন্যপদে পূর্বের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি আলোচনা ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে সূরুজ আলিকে নতুন সভাপতি ঘোষণা করেন, এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ছোটবাবু, সহ-সভাপতি শিমুল হসেন, রবিউল ইসলাম, সবুজ হোসেন, হযরত আলী রফিকুল ইসলাম সহ ঈশ্বরদী উপজেলার সকল মৎস্য ব্যবসায়ীরা।